
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ আজ আবারও শিরোপা নির্ধারণী মঞ্চে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে এই মহারণ।
ফাইনালে ওঠার পথে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বার্সেলোনা। সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচটিতে বল দখলে আধিপত্য বজায় রেখে জোড়া গোল করেন রাফিনহা। এ ছাড়া একটি করে গোল করেন ফার্মিন লোপেজ, ফেরান টরেস ও রুনি বার্ডঘজি।
অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর দলের হয়ে গোল করেন ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগো। যদিও আলেকজান্ডার সরলথ একটি গোল শোধ করায় শেষ পর্যন্ত কিছুটা চাপেই থাকতে হয় লস ব্লাঙ্কোসদের।
স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা এবার ১৬তম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে। গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে শেষবার এই ট্রফি জিতেছিল কাতালানরা। সেই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ফ্লিকের দল।
তবে সাম্প্রতিক এল ক্লাসিকোর ফল বার্সেলোনার পক্ষে নয়। গত অক্টোবরের শেষ দিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সা। যদিও ওই হারের পর থেকে ঘরোয়া প্রতিযোগিতায় আর কোনো ম্যাচ হারেনি তারা।
ইতিহাসের হিসেবে আজ ২৬৩তম বারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। বার্সেলোনার বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ নয়টি এল ক্লাসিকোর মধ্যে পাঁচটিতে জয় নিয়ে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১৩বার স্প্যানিশ সুপার কাপ জিতেছে। সর্বশেষ ২০২৪ সালে ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে ট্রফি ঘরে তোলে তারা। ফলে আজকের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, বরং আধিপত্যের হিসাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জন্য।