
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। একই সময় গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল কয়েকজন। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই কয়েক রাউন্ড গুলি এসে বাংলাদেশ অংশে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই এক কিশোরী গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ হারান।
গুলিবর্ষণের ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রগুলো দাবি করছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দিক থেকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। যদিও এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই সীমান্তের আশপাশের এলাকা এড়িয়ে চলছেন বলে জানা গেছে।