
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত এখন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় থাকলেও এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো বাস্তবসম্মত নয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, শুধু সরকার এককভাবে চাইলেই সুদহার বা মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নীতিনির্ধারণ জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় করাই সরকারের দায়িত্ব। তিনি স্বীকার করেন, নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না এবং সিদ্ধান্তে ভুলের সম্ভাবনাও থাকতে পারে।
নিজের দায়িত্ব ও ভূমিকা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে তিনি কোন অবস্থানে থাকবেন, তা এখনই বলা কঠিন। তবে গভর্নর বা নীতিনির্ধারক হিসেবে পুরোপুরি ব্যর্থ হবেন—এমনটি তিনি মনে করেন না। তাঁর মতে, নেওয়া কিছু সিদ্ধান্তের ফলাফল সময়ের সঙ্গে দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।