
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা শুরু করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথের মাধ্যমে বাংলাদেশে মার্কিন কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হলো তাঁর।
শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আবার ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। দেশটিকে তিনি আগে থেকেই ভালোভাবে চেনেন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, তাঁর প্রধান লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষিত নীতিগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করা এবং প্রতিদিন নিরলসভাবে দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকেরা।