
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত ও পরিকল্পিত ক্রীড়া আয়োজন বাড়ানো গেলে দেশ পাবে নতুন প্রতিভাবান ফুটবলার, পাশাপাশি যুব সমাজ গড়ে উঠবে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, বর্তমান সময়ে কিশোর ও তরুণদের একটি বড় অংশ নানা সামাজিক ঝুঁকির মধ্যে রয়েছে। মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে তাদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত মাঠমুখী কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্ব গুণ তৈরির অন্যতম মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে যদি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা যায়, তাহলে জাতীয় পর্যায়ে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি হবে।”
ফাইনাল খেলায় রূপনগর বয়েজ ক্লাব ও গোল্ডেন ফিউচার ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জয়লাভ করে রূপনগর বয়েজ ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে, যাতে এলাকার কিশোর-কিশোরীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।