
নিজ আসনের দলীয় প্রার্থীকে নিয়ে কঠোর ও বিস্ফোরক মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি প্রার্থী আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়েও ভয়ংকর। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে ধরে তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই আহমেদ আযম খানের নির্বাচনী প্রচারণা বা সমর্থনে তিনি যুক্ত হবেন না।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী অভিযোগ করেন, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করানো থেকে শুরু করে আবার জেল থেকে বের করে আনার পেছনেও আহমেদ আযম খানের ভূমিকা রয়েছে। তিনি বলেন, “এই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ভয়ভীতি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।”
নিজ রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি প্রয়োজনে তারেক রহমানের ধানের শীষের পক্ষে নির্বাচনে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না।” তার অপকর্ম বন্ধ করতেই টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা একযোগে তার বক্তব্যে সমর্থন জানালে কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুর এলাকায় কাদেরিয়া বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। তিনি একজন চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না। মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর বলেন, “আমি যদি নির্বাচনে অংশ নিতাম, তোমরা যেভাবে আমার পাশে থাকতে, ঠিক সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে।” তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা যেমন যুদ্ধ করেছি, আসন্ন নির্বাচনে সেভাবেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে থাকতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তফশিল ঘোষণার পর পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনসম্মত নয়। তিনি পুলিশকে অনুরোধ করেন, যেন অর্থের বিনিময়ে কাউকে হয়রানি বা গ্রেপ্তার না করা হয়।
সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাসভবন ‘দীপ কুড়ি কুশি কুটিরে’ অনুষ্ঠিত এ বিশেষ কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। সভায় দলের প্রায় দুই ডজন নেতাকর্মী বক্তব্য দেন।