
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনায় প্রাণ গেল অন্তত ছয়জনের। দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার রাতের এই হামলা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।
শনিবার (১০ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আলাবামা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ওয়েস্ট পয়েন্ট এলাকায় পরপর তিনটি ভিন্ন স্থানে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ক্লে কাউন্টি শেরিফের দপ্তর জানায়, শুক্রবার রাতে সংঘটিত এই হামলায় ছয়জন নিহত হয়েছেন। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিকে এক ভয়াবহ ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে হয়েছে।”
অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এনবিসি নিউজ জানায়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন বলে শেরিফ এডি স্কট নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই হামলা সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কমিউনিটির জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই বলে জানিয়েছেন শেরিফ স্কট।
তিনি আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি, নিহতদের ও তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে নিবিড়ভাবে কাজ করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা আরও তথ্য জানাব।”
এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি হামলায় ব্যবহৃত অস্ত্র বা হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় দেশজুড়ে নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আবারও আলোচনা জোরদার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।