
দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) আজ শনিবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হওয়া এই আন্তর্জাতিক উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত নয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে উৎসবটি বহুমাত্রিক বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে।
রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের পর্দা তোলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হচ্ছে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত চলচ্চিত্র ‘উ জিন ঝি লু’।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভা, মাস্টারক্লাস এবং শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। তিনি বলেন, এই আয়োজন নির্মাতা, সমালোচক ও দর্শকদের মধ্যে সৃজনশীল সংলাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, উইমেন ফিল্মমেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস এবং চিলড্রেন ফিল্ম সেশনসহ একাধিক বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশ প্যানোরামা বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেসি বাংলাদেশের চ্যাপ্টার সেরা চলচ্চিত্রকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে। এ ছাড়া তরুণ নির্মাতা ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজও বিশেষ গুরুত্ব পাবে এই উৎসবে।
এবারের আয়োজনের একটি নতুন সংযোজন হলো কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে ওপেন এয়ার স্ক্রিনিং। ‘ওপেন থিয়েটার বায়োস্কোপ’ নামের এই উন্মুক্ত প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে, যা উৎসবের পরিসরকে রাজধানীর বাইরেও সম্প্রসারিত করেছে।
আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবছরই দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি বলে আশা করছেন আয়োজকরা।