
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার প্রথম দিনের শুনানি শেষে ৫১ জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে বাছাইপর্বে বৈধ ঘোষিত একজন প্রার্থীর মনোনয়ন আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুনানি শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে। তবে এই ৫২টির মধ্যে একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল, যা মঞ্জুর হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরও ৩টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে একটি আপিল করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন ওই আবেদন মঞ্জুর করে, ফলে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়। এটিই প্রথম দিনের শুনানিতে মনোনয়ন বাতিলের একমাত্র ঘটনা।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত চলে। শেষ দিনে একদিনেই ১৭৬টি আপিল আবেদন জমা পড়ে।
শনিবার থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হলেও আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরই নির্বাচনের পরবর্তী ধাপগুলো এগিয়ে নেওয়া হবে।