
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে গুরুত্বপূর্ণ স্বস্তি পেলেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ওই আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. তাসনিম জারার দায়ের করা আপিল মঞ্জুর করেন নির্বাচন কমিশন। শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ বলে রায় দেয়।
এর আগে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৩ জানুয়ারি ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রার্থিতা বাতিল সংক্রান্ত আপিল নিষ্পত্তির অংশ হিসেবে অঞ্চলভিত্তিক শুনানির আয়োজন করা হয়েছে। এজন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টি আলাদা বুথ স্থাপন করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থী নিজে অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল করতে পারেন।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। আপিল নম্বর অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সব আপিলের শুনানি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শুনানি শেষে প্রতিটি আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে তাৎক্ষণিকভাবে প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হচ্ছে। নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ডা. তাসনিম জারার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া অত্যন্ত কঠোরভাবে পরিচালনা করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আইন ও বিধি অনুযায়ী প্রতিটি আপিল নিষ্পত্তি করা হচ্ছে বলে জানিয়েছে ইসি।