
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল শুনানি গ্রহণ করছে কমিশনের ফুল বেঞ্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আপিল নিষ্পত্তি করা হবে।
ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল শুক্রবার (৯ জানুয়ারি)। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। এর মধ্যে শুধু শেষ দিনেই জমা পড়ে ১৭৬টি আবেদন। পাঁচ দিনের আপিল গ্রহণ কার্যক্রম শেষে এই সংখ্যা চূড়ান্ত করা হয়।
কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পরদিন রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। বাকি আপিলগুলোর শুনানির দিনক্ষণ ও সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছিল। ত্রুটি সংশোধনের সুযোগও প্রার্থীদের দেওয়া হয় বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, আপিল শুনানির মাধ্যমে অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট করবে।