
ব্যাংকিং খাতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলভুক্ত সরকারি ও বেসরকারি ব্যাংককে তাদের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং শাখা–উপশাখায় নারী কর্মকর্তা–কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম বা বাথরুম নির্মাণের নির্দেশ দিয়েছে।
গত সপ্তাহে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের বিভিন্ন স্তরে কর্মরত নারী কর্মকর্তা ও কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও উপযোগী ওয়াশরুম থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে অনেক ব্যাংকে পর্যাপ্তসংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মী ও গ্রাহকদের নিয়মিত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ ধরনের অবকাঠামোগত ঘাটতি ব্যাংকিং খাতে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার পথে একটি বড় প্রতিবন্ধকতা। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু নতুন ওয়াশরুম নির্মাণ নয়, প্রয়োজন অনুযায়ী বিদ্যমান ওয়াশরুম সংস্কার করতে হবে। একই সঙ্গে এসব ওয়াশরুমে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী নিয়মিত সরবরাহ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে নারী কর্মী ও গ্রাহকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে সেবা গ্রহণ করতে পারেন।
এই নির্দেশনা তফসিলভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সালের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে নারীদের জন্য আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও স্বাচ্ছন্দ্যময় কর্মপরিবেশ তৈরি হবে। একই সঙ্গে নারী গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণের অভিজ্ঞতাও উন্নত হবে।