
চাঁপাইনবাবগঞ্জ জেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
বিজিবি জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিএসএফের সঙ্গে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত লঙ্ঘনের ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিজিবি।
আটক ভারতীয় নাগরিকরা হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের বাসিন্দা বচ্চন মোহলদার (৩২) ও রাজু মোহলদার (২০)।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-এর কাছাকাছি সিরামের দাঁড়া বিলে মাছ ধরার সময় ওই দুই ব্যক্তি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। পরে স্থানীয় বাংলাদেশিরা তাদের আটক করে।
পরবর্তীতে বিকেল ৪টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কেতাববাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় বিএসএফ আটককৃতদের ফেরত চেয়ে বিজিবির কাছে অনুরোধ জানায়।
এর পরিপ্রেক্ষিতে ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প এবং চাড়ালডাঙ্গা বিওপির কমান্ডার পর্যায়ে বিকেল ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, সীমান্তে এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।