
আসন্ন টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তি আরও স্পষ্ট হয়েছে। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের দাবি, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হলেই কেবল বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে।
বাংলাদেশকে নিয়েই টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিশ্চিত করে গতকাল বিসিবিকে ইমেইল পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। দুবাই থেকে সেই ইমেইল পাওয়ার পরপরই বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ভারতের ভেন্যুতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেও সমর্থন পায়। বিসিবি সভাপতি জানান, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবিতে আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আসছে বিসিবি। ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ বয়কট করা হবে কি না—এ প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসিফ নজরুল জানান, আইসিসির সর্বশেষ চিঠি পড়ে তাদের কাছে মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভারতে যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সেটি আইসিসি যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি। তাঁর মতে, বিষয়টি শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জাতীয় মর্যাদার সঙ্গেও জড়িত।
তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই কলকাতা দলের হয়ে খেলা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে বাদ দেওয়ার কথা বলেছে। এই ঘটনাই প্রমাণ করে, ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। ইভেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও জানানো হয়েছে।
এর আগে একটি আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়, শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন সম্ভব নয় এবং বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে—না হলে পয়েন্ট কাটা হতে পারে। তবে বিসিবি এই তথ্যকে ভিত্তিহীন ও ভুল বলে প্রত্যাখ্যান করেছে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং খেলতে আগ্রহী। তবে খেলোয়াড়, দর্শক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতের মাটিতে খেলতে তারা প্রস্তুত নয়।
সভা শেষে ব্রিফিংয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুসরণ করতেই হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বিসিবি নিজেদের ন্যায্য অধিকারের প্রশ্নে অবস্থান ধরে রাখবে।
তিনি আরও জানান, শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি দেয়নি। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিসিবি লিখিতভাবে নিজেদের উদ্বেগ ও অবস্থান আইসিসিকে জানাবে।
ইতোমধ্যে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। বিপিএলের মধ্য দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি জানান, দেশের সব স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে নিরাপদ ভেন্যুতে বিশ্বকাপ খেলাই তাদের লক্ষ্য। সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় থাকলেও, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।