
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ছোড়া গুলিতে রনি মিয়া (২৩) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এর আগেও তিনি বিএসএফের ছিটা গুলিতে আহত হয়েছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে। সীমান্তের গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ৯০২ নম্বর সীমান্ত পিলারের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত রনি মিয়া ওই এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে রনি মিয়া কয়েকজনের সঙ্গে সীমান্তের নিকটবর্তী এলাকায় যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। এতে একটি গুলি রনির শরীরে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের একটি টহল দল। পরে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, রনি মিয়া আগে একবার বিএসএফের ছোড়া গুলির ছিটায় আহত হয়েছিলেন। এবার সরাসরি গুলিবিদ্ধ হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং শঙ্কামুক্ত।
এ ঘটনায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই গভীর রাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা জীবনঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সীমান্তবর্তী জনগণকে আরও সচেতন থাকার আহ্বান জানান।
এদিকে, সীমান্তে বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।