
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কদমতলী থানার সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছান নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও দলীয় নেতারা। গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়ার। তিনি বলেন, এনসিপির সক্রিয় সদস্য ওয়াসিম আহমেদ মুকছানকে গত ৪ জানুয়ারি ভোর আনুমানিক চারটার দিকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
লিখিত বক্তব্যে ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পার বরাত দিয়ে জানানো হয়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি কোনো পরিচয়পত্র দেখানো ছাড়াই জোর করে ঘরে প্রবেশ করেন। এ সময় তাদের আরও কয়েকজন সহযোগী বাইরে অবস্থান করছিলেন। তারা একটি কালো রঙের মাইক্রোবাসে করে এসেছিলেন এবং কেউই কোনো ইউনিফর্ম পরা ছিলেন না।
বক্তব্যে বলা হয়, ওয়াসিমকে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা প্রশ্ন করলে অভিযুক্তরা জানান, পরদিন সকালে শ্যামপুর থানা থেকে তাকে নিয়ে যেতে। কিন্তু পরদিন সকাল থেকে শ্যামপুর থানা, কদমতলী থানা ও কেরানীগঞ্জ থানায় খোঁজ নিয়েও ওয়াসিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়েও যোগাযোগ করা হলেও তার বিষয়ে কোনো তথ্য মেলেনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ওয়াসিম আহমেদ মুকছানের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছে তাঁর পরিবার ও দলীয় নেতারা।
এনসিপি নেতারা বলেন, বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত নিখোঁজ নেতার সন্ধান না মিললে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।