
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে (৫৫) বিশেষ অভিযান অপারেশন ডেভিলহান্ট ফেজ-২–এর আওতায় গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে সোমবার দিবাগত রাতে গাইবান্ধা পৌর এলাকার খানকা শরীফের পশ্চিমে বালুরমাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি ব্যক্তিগত কাজে শহরে আসছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৌজা মালিবাড়ী এলাকার নয়া শেখের ছেলে।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে জাহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ জানায়, অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।