
পটুয়াখালী, নরসিংদী, চট্টগ্রাম ও গোপালগঞ্জ—চার জেলায় পৃথক ঘটনায় হত্যাকাণ্ড ও নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং কয়েকটি ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটায় আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ৯টার দিকে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী মো. রিফাত (২১) স্ত্রী হত্যার দায় স্বীকার করায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহত আরিফা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরের বারোগতি এলাকার আবদুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী মো. রিফাত একই এলাকার বাসিন্দা এবং মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল সিআইডির একটি দল পরিদর্শন করেছে এবং মামলার অন্য সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নরসিংদীর পলাশ উপজেলায় শরৎ চক্রবর্তী মনি (৪০) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত শরৎ চক্রবর্তী মনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের মোহন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে একটি মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর ভাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ফটকের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজের পর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার হাজারী বিল এলাকার একটি বাঙ্গি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শাহেদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। পুলিশ জানায়, গত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। পরদিন তার মা সাপিয়া বেগম থানায় সাধারণ ডায়েরি করেন।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যার ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।