
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক মন্তব্য ও হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন স্পষ্ট ভাষায় বলেছেন, গ্রিনল্যান্ড দখল বা অধিভুক্ত করার কোনো আইনগত কিংবা নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই। দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা বাস্তবতা-বিবর্জিত ও সম্পূর্ণ অযৌক্তিক। তিনি জোর দিয়ে বলেন, ডেনিশ রাজতন্ত্রের অন্তর্ভুক্ত তিনটি দেশের কোনো একটিকেও দখল করার অধিকার কোনো রাষ্ট্রের নেই।
এর আগেও একাধিকবার ট্রাম্পের বক্তব্যকে ‘অদ্ভুত ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তিনি সরাসরি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, গ্রিনল্যান্ড কোনো বিক্রয়যোগ্য সম্পত্তি নয়। এটি ডেনমার্কের মালিকানাধীনও নয়—গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সেখানকার জনগণের।
ফ্রেডেরিকসেন আরও বলেন, কোনো দেশ বা জনগণকে কেনাবেচার ধারণা ইতিহাসের পাতায় বহু আগেই স্থান পেয়েছে। আধুনিক বিশ্বে এ ধরনের চিন্তার কোনো গ্রহণযোগ্যতা নেই।
ডেনমার্কের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়ে বলেন, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। এমন পরিস্থিতিতে একজন মিত্রের ভূখণ্ড দখলের হুমকি দেওয়া আন্তর্জাতিক কূটনৈতিক আচরণের গুরুতর লঙ্ঘন।
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের এই অবস্থান ইউরোপীয় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।