
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের হলফনামায় আয় ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, তাঁর বার্ষিক আয়ের তুলনায় স্ত্রীর আয় উল্লেখযোগ্যভাবে বেশি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় ৫১ লাখ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর বার্ষিক আয় প্রায় ৮৯ লাখ টাকা, যা শিশির মনিরের আয়ের প্রায় দ্বিগুণ।
সম্পদের বিবরণে আরও দেখা যায়, স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ শিশির মনিরের অস্থাবর সম্পদের তুলনায় তিন গুণেরও বেশি।
হলফনামায় নির্বাচনী ব্যয়ের হিসাবও উল্লেখ করেছেন এই জামায়াত প্রার্থী। সেখানে বলা হয়েছে, তিনি মোট ৩০ লাখ ৬০ হাজার টাকা নির্বাচনী ব্যয় হিসেবে খরচ করবেন। এর মধ্যে ২০ লাখ টাকা তাঁর নিজস্ব আয় থেকে এবং বাকি ১০ লাখ ৬০ হাজার টাকা দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের অনুদান থেকে সংগ্রহ করা হবে।
নির্বাচনী হলফনামায় প্রকাশিত এই আয় ও সম্পদের তথ্য প্রার্থীর আর্থিক অবস্থান সম্পর্কে ভোটারদের স্বচ্ছ ধারণা দিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।