প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
শারীরিক অবস্থার অবনতি: হাসপাতাল থেকে বাড়িতে ফেরানো হচ্ছে ওবায়দুল কাদেরকে

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে নতুন করে কোনো চিকিৎসা গ্রহণের অবস্থায় নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় চিকিৎসা ব্যবস্থায় আর কোনো অগ্রগতি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে কলকাতার নিজ বাসভবনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওবায়দুল কাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় লাইফ সাপোর্ট ও অন্যান্য মেডিকেল সুবিধা দেওয়া হবে। বাড়িতে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি, অক্সিজেন সাপোর্ট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন। গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
এর আগে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্র জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার আগেও কলকাতার নিউ টাউনের বাসভবনে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। অ্যাপোলো হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানান, তিনি চিকিৎসায় সাময়িক সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
চিকিৎসকদের পর্যবেক্ষণে বেশ কয়েকদিন রাখার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এখন হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই তাকে বাড়িতে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত জুন মাসে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই জানিয়েছিলেন যে তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি কলকাতায় অবস্থান করছেন বলেও উল্লেখ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং শারীরিক অবস্থাই প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ তথ্যমতে, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিবার ও চিকিৎসকরা এখন বাড়িতেই সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা