
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি ও বাণিজ্য সংগঠনের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ। এছাড়া স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও অংশ নেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। এছাড়া এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও বৈঠকে অংশ নেন।
এ ছাড়া স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান এবং প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীও আলোচনায় উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, শিল্পখাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক নিরাপত্তা, নীতিগত সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় অর্থনীতি ও শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।