
যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। সেখান থেকে তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। তবে এই পুরো ঘটনার মধ্যেও অনিশ্চয়তায় রয়েছে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে পৌঁছানোর পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ–এর সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপরই তাকে ব্রুকলিনের কুখ্যাত বন্দিশিবিরে স্থানান্তর করা হয়।
মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি যুক্তরাষ্ট্রে উচ্চপ্রোফাইল ও গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য পরিচিত। অতীতে পপ তারকা আর কেলি, যৌন অপরাধ মামলায় দণ্ডিত জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপার শন ‘ডিডি’ কম্বসকেও এই কারাগারে রাখা হয়েছিল। মাদুরোকে সেখানে হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদুরোকে দেখা গেলেও তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। যদিও হোয়াইট হাউস এর আগে জানিয়েছিল, মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করা হয়েছে। এই বক্তব্যের পর ফ্লোরেসের অবস্থান নিয়ে জল্পনা আরও বেড়েছে।
নিউ উইন্ডসর এলাকায় অবতরণ করা বোয়িং ৭৫৭ উড়োজাহাজে ফ্লোরেস ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাদক পাচার ও কোকেন আমদানির অভিযোগে করা মামলায় নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেস—দুজনেরই নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।
তবে মাদুরোর সঙ্গে ফ্লোরেসকে নামতে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছে—তিনি আদৌ আটক হয়েছেন কি না, নাকি অন্য কোনো স্থানে তাকে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বা হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা আসেনি।
মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগ ও তার স্ত্রীর অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি ঘিরে আগামী দিনগুলোতে আরও তথ্য প্রকাশ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।