
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিএসএফ) সদস্যরা।
গুলশান পুলিশ বিভাগের একটি সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে গুলশান এলাকার ১৯৬ নম্বর বাসভবনের সামনে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আটক ওই ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৪৬)। তিনি তারেক রহমানের বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় থাকা গাড়িগুলোর বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন বলে জানান সংশ্লিষ্টরা। তার আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিনের কাছ থেকে পাওয়া তথ্য অসংলগ্ন ও অস্পষ্ট হওয়ায় তাকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তির বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।
এর কিছুক্ষণ পর একই দিন সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরও এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটক ওমর ফারুকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ বিষয়ে বিস্তারিত জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।