প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
ভারত থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন, নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।
রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে পাঠানো এক ইমেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার আবেদনও করেছে বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বোর্ড পরিচালকদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোনো ম্যাচেই বাংলাদেশ দল অংশ নেবে না। বিসিবির শীর্ষ একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেন। ওই বৈঠকে শুরুতে বেশির ভাগ পরিচালক কঠোর কোনো অবস্থান না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের পর বিসিবি নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং আরও কঠোর সিদ্ধান্তের পথে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কী প্রভাব ফেলে এবং আইসিসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা