
দেশজুড়ে চলমান তীব্র শীতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই মানবিক উদ্যোগে সবার অংশগ্রহণ কামনা করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, শীতের প্রকোপে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। আশপাশেই এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে আছেন। তিনি উল্লেখ করেন, মহান আল্লাহ যাঁদের সামর্থ্য দিয়েছেন, তাঁরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে অসংখ্য মানুষের শীত কাটবে স্বস্তি ও হাসিমুখে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর–কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা ও সংশ্লিষ্ট সব নথিপত্র বিস্তারিতভাবে পরীক্ষা করে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাঁর মনোনয়ন গ্রহণে কোনো আইনি বাধা নেই।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে।